Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে করোনার উপসর্গে মৃত্যু হলো আরেকজনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৫:৪১ পিএম

করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া এক ব্যাক্তি মারা গেছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ওই ব্যক্তি বৃহস্পতিবার বিকেল চারটায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হন হাসপাতালে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান,
করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া বড়লেখা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিহতের লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। শামসুদ্দিন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ জন করোনা রোগী সহ ২২ জন। সবার অবস্থা এখন স্থিতিশীল।
এদিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন স্টোর কিপার করোনা আক্রান্ত হবার পর হাসপাতালের ৪ সাপোর্ট স্টাফের নমুনা স্যাম্পল সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র বলেন, আগামী শনিবার, রোববার ও সোমবার থেকে পর্যায়ক্রমে পরীক্ষা করা হবে হাসপাতালের সবার ।
প্রসঙ্গত, সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ মধ্যে সিলেট জেলার ৭ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৫ জন। । এর মধ্যে সিলেটে পজিটিভ শনাক্ত হওয়া ডা. মঈন উদ্দিন ও মৌলভীবাজারের একজনের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ