Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ডাক্তার ও টেকনেশিয়ান করোনামুক্ত : করোনা উপসর্গে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৩:৫০ পিএম

চাঁদপুরে আক্রান্তদের মধ্যে আরো ২জন করোনামুক্ত হয়েছেন। এরা হলেন- মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেহেদী হাসান ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট মোঃ ফারুক হোসেন। চিকিৎসাধীন থাকার পর তাদের দু’জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। ডা. মেহেদী ইতোমধ্যে সু্স্থ হয়ে বাড়িতে এসেছেন। আর টেকনোলজিস্ট ফারুকের আরেক দফা পরীক্ষায় নেগেটিভ এলে ছাড়পত্র দেওয়া হবে।

চাঁদপুরে এ নিয়ে করোনায় আক্রান্ত হিসেবে সনাক্তদের মধ্যে ৩জন করোনামুক্ত হলেন। প্রথম আক্রান্ত নারায়ণগঞ্জ ফেরত মতলব উত্তরের জামাই কিছুদিন আগে করোনামুক্ত হন।

চাঁদপুর সিভিল সার্জন অফিসের শুক্রবারের হিসেব অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১৩জন। এর মধ্য ১জন মৃত ও ৩জন করোনামুক্ত হয়েছেন। বাকী ৯জন বর্তমানে চিকিৎসাধীন।

এর বাইরে ঢাকায় মতলব উত্তরের আরো ২জন করোনায় আক্রান্ত হন এবং ১জন মারা গেছেন।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কয়েকজনের রিপোর্ট অপেক্ষমান রয়েছে।

করোনা উপসর্গে একজনের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার বালিয়া গ্রামে ৫৫ বছরের এক ব্যক্তি ঢাকায় মারা গেছেন। তিনি ঢাকাতেই চিকিৎসাধীন ছিলেন করোনা সন্দেহে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার লাশ গ্রামের বাড়ি বালিয়ায় আসে। করোনা সন্দেহভাজন হিসেবেই রাত প্রায় ১২টায় সময় তাঁকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম খোরশেদ আলম। বাড়ি পূর্ব সাপদী, ৫নং ওয়ার্ড। তিনি ঢাকাতে তার বাসায় অসুস্থ হয়ে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। সেখানে থাকা অবস্থায়ই তার নমুনা সংগ্রহ করা হয়। তবে রিপোর্ট পাওয়া যায়নি।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন এবং বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম এসব তথ্য জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ