Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলপুর পৌরসভায় করোনায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে চাল বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ২:২৩ পিএম

ময়মনসিংহের ফুলপুরে করোনা ভাইরাসের প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের মাঝে ফুলপুর পৌরসভার চাল বিতরণ কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে আজ শুক্রবার ফুলপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩শ অতিদরিদ্র, অসহায় সুবিধাবঞ্চিত কর্মহীন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

পৌরসভার চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ফুলপুর পৌরসভার মেয়র মোঃ আমিনুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ হুমায়ুন কবীর মিলন, কাউন্সিলর শফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, বেগম ফেরদৌসী, লিজা আক্তার, সাংবাদিক মোঃ খলিলুর রহমান প্রমুখ। উদ্বোধনের পর পৌর মেয়র মোঃ আমিনুল হকের নেতৃত্বে সকল কাউন্সিলরবৃন্দ অতিদরিদ্র, অসহায় সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ কেজি করে চাল পৌছে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্যসামগ্রী বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ