বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। তবে লক্ষ্মীপুরে একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ- বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় রিপোর্ট পাওয়া যায় ।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার সবার রিপোর্ট নেগেটিভ।
শুধু লক্ষ্মীপুরে একজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির বয়স ৩৭ বছর।
গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শুরুর পর এ পর্যন্ত ২০৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮০ জনের ।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার ৪৩ জন। মারা গেছেন ৫ জন। ইতিমধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া লক্ষ্মীপুরের ২৮ জন, নোয়াখালীর ৪ জন, বান্দরবনের ৩ জন এবং ফেনীর ২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
এদিকে চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা শুরু হচ্ছে। আজ শুক্রবার পরীক্ষা মূলক কিছু টেস্ট করা হবে। আগামী কাল শনিবার থেকে করোনা টেস্ট শুরু করা যাবে বলে জানান ভিসি প্রফেসর গৌতম বুদ্ধ দাশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।