Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

কৃষি মন্ত্রণালয়ের কর্মসূচি

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রনোদনার আওতায় সীতাকুন্ডে চলতি মৌসুমে ১৫শ’ ক্ষুদ্র ও প্রান্ত্বিক কৃষদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সারও ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল এর সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথের পরিচালনায় প্রনোদনা বিতরণকালে উপস্থিত ছিলেন, সীতাকন্ডি প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ্ আলম প্রমুখ। প্রনোদনা বিতরণকালে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, সরকার বিনামুল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণসহ নানারকম প্রদক্ষেপ গ্রহন করে চলেছেন। ফলে কৃষক পরিবারের ছেলে মেয়েরা পড়া লেখা করে উচ্চ শিক্ষিত হয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজে শিক্ষক হিসেবে চাকরি করতে সক্ষম হচ্ছেন। এসব উন্নয়নে সর্ব ক্ষেত্রেই সরকারের বিরাট ভুমিকা রয়েছে। তিনি আরো বলেন, আগে সারের জন্য কৃষক জমি চাষ করতে সমস্যায় পড়তে হতো। এখন আর সেই দিন নেই। সার ঘুরছে এখন কৃষকের পিছে। এদিকে প্রনোদনা গ্রহন করা পৌরসভাস্থ সিবপুর ৯নং ওয়ার্ডের কৃষক নুরুল আলম মানিক, বাড়বকুন্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ-এর কৃষক মো. জাহাঙ্গীর আলম ও একই ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ এলাকার কৃষক মো. ইব্রাহীম বলেন, প্রতিবছরের মত চলতি বছরও আউশ মৌসুমে কৃষকদের মাঝে সরকার কৃষি উপকরণ বিতরণ করেছেন। এতে আমাদের মত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলো অনেক উপকৃত হয়েছে। তাছাড়া ধান উৎপাদনে সরকার বিভিন্ন সহায়তা প্রদান করছেন। সে জন্য আমরা অনেক খুশি। অপরদিকে কৃষি অফিসার আল মামুন রাসেল জানান, চলতি আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১৫শ’ কৃষকদের মাঝে প্রনোদনার আওতায় এক বিঘা জমি চাষ করার জন্য বিনামূল্যে মৌসুমে উপশী আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ