Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজীবন মুক্তির আবেদন সেলিম মালিকের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ সেলিম মালিক ফিরতে চান ক্রিকেটে। কোচ হিসেবে কাজ করতে সংশ্লিষ্টদের কাছে নিষেধাজ্ঞা থেকে মুক্তির আবেদন করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ১৯৯৫ সালে ঘরের মাঠের সিরিজে শেন ওয়ার্ন, টিম মে ও মার্ক ওয়াহকে বাজে পারফরম্যান্স করতে প্রলোভন দেখান মালিক। পরে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার তার বিরুদ্ধে অভিযোগ আনেন। দীর্ঘ তদন্তের পর ২০০০ সালে দোষ প্রমাণিত হলে আজীবন নিষিদ্ধ হন মালিক। ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেয় এই ঘটনা।

পাকিস্তানের একটি আদালত ২০০৮ সালে মালিকের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও পিসিবি ও আইসিসি এই সিদ্ধান্ত মেনে নেয়নি। এরপরও ২০০৮ সালে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচ এবং চার বছর পর জাতীয় দলের ব্যাটিং কোচের জন্য আবেদন করেন মালিক। কোনোবারই তাকে বিবেচনা করেনি পিসিবি। একটি ভিডিও বার্তায় ৫৭ বছর বয়সী মালিক জানান, দীর্ঘদিন চেষ্টা করেও কোনো সুযোগ পাচ্ছেন না তিনি, ‘আমি কোচ হয়ে দেশ ও খেলোয়াড়দের জন্য কাজ করতে চাচ্ছি। যখনই আমি কোচ হিসেবে কাজ করার চেষ্টা করেছি, আমাকে বিবেচনায় করা হয়নি।’ ১৯৮২ থেকে ১৯৯৯ পর্যন্ত দেশের হয়ে ১০৩ টেস্ট ও ২৮৩ ওয়ানডে খেলা মালিকের অনুযোগ, আর সবার মতো তিনিও দ্বিতীয় একটি সুযোগ চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেলিম-মালিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ