Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় রাতের অন্ধকার এলো বিকেলে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

বৈশাখের দুপুরে ছিল স্বাভাবিক গরম। তবে রোদের তেজ খানিকটা মরে যেতে থাকে দুপুর ২টার পর থেকে। আকাশজুড়ে তখন মেঘের ঘনঘটা। সে মেঘ খুব দ্রæতই রঙ বদলালো, রোদেলা আকাশ ঢেকে দিয়ে পুরো কালো মেঘে এমনই ছেয়ে যায় যে, মনে হতে থাকে সন্ধ্যা নেমে এসেছে। সঙ্গে বজ্রের কড়কড়ানি আতঙ্ক ধরিয়ে দেয় রাজধানীবাসীর মনে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ঘরে ঘরে দরজা জানালা বন্ধ করতে করতেই শুরু হয় তীব্র বাতাস। একই গতিতে ধেয়ে আসে তুমুল বৃষ্টি।
ঝড়ো বাতাস আর বৃষ্টিতে সবকিছু উল্টে পাল্টে যায়। নুয়ে পড়তে থাকে চারপাশের গাছপালা। ঝড়ে ক্ষতি হয় আম গাছের। অনেক গাছ থেকেই কচি আম ঝরে পড়ে। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি বাতাস। বৃষ্টির গতিও কমে যায়। আকাশ আগের তুলনায় পরিষ্কার হতে থাকে পনের মিনিটের মধ্যেই। এরপর আবারও দেখা মেলে বৈশাখের রোদের।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, এখনও সব অঞ্চলের গতিবেগ পাওয়া যায়নি। কিন্তু রাজধানীতে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে গেছে। ঝড়ের সাথে বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকার রাস্তাঘাট। জনমানুষবিহীন রাস্তাকে তাই দেখতে অনেকটা পুকুরের মতোই লেগেছে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, সিলেট , খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ভোলায় ২৩ মিলিমিটার। এছাড়া শ্রীমঙ্গলে ১৬, কুমিল্লায় ১৩, চাঁদপুরে ২০, বরিশাল ও মংলায় ৯, সিলেটে ২, পটুয়াখালীতে ১ এবং ঢাকায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টি

৫ অক্টোবর, ২০২২
১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ