পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাস এখন আর শুধু মানুষের শরীরে সীমাবদ্ধ নেই। পশুর শরীরে আগেই মিলছে করোনার অস্তিত্ব। তবে সেটা ছিল চিড়িয়াখানার বাঘ ও সিংহ। এবার নিউইয়র্কে দুটি পোষা বিড়ালের শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। যে দুটি বিড়ালের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে তাদের সামান্য শ্বাসকষ্ট ছিল। আর তেমন কোনও উপসর্গ ধরা পড়েনি। তবে করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। যা বিপজ্জনক।
কারণ, মানুষের মতো পশুর শরীরেও সব ক্ষেত্রে করোনার উপসর্গ চোখে পড়ছে না। তবে আশার কথা, চিকিৎসকরা জানিয়েছেন দ্রæত বিড়াল দু’টি সুস্থ ও স্বাভাবিক হয়ে যাবে।
এর আগে নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার একটি বাঘের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস। ওই চিড়িয়াখানার আরও কয়েকটি পশুর শরীরে দেখা দিয়েছে করোনার উপসর্গ। ভারতের একাধিক প্রজাতির বাদুড়ের মধ্যেও সংক্রমণ দেখা যায়। কিন্তু এর আগে কোনও পোষা প্রাণির শরীরে কোভিডের অস্তিত্বের প্রমাণ মেলেনি।
আমেরিকার চিকিৎসকরা বলছেন, পশুর মধ্যে মানুষের শরীর থেকেই সংক্রমিত হতে পারে। এক পশু থেকে অন্য পশুর শরীরেও সংক্রমণ হতে পারে। তবে, কোনও পশুর বা পোষা প্রাণি থেকে মানুষের শরীরে সংক্রমণের প্রমাণ এখনও মেলেনি।
মানুষের থেকে সংক্রমণ ছড়ানোর এই সম্ভাবনাই চিন্তায় রাখছে চিকিৎসকদের। তারা বলছেন, এই পরিস্থিতিতে পোষা প্রাণির জন্য সাবধানতা অবলম্বন করা উচিত। কোনও সংক্রমিত ব্যক্তি বা পশু থেকে এদের দূরে রাখতে হবে। অপ্রয়োজনে এদেরও বাড়ির বাইরে বের করবেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।