Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে দেড় হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৮:৫৪ পিএম

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রাণঘাতী করোনায় কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিমের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
তিনি বলেছেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ঘরে থাকা হতদরিদ্র লোকদের মধ্যে বর্তমান সরকার খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের সাহায্যে এগিয়ে আসা উচিৎ। কর্মহীন লোকদের সাহায্য সহযোগিতা করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব। বর্তমান দুর্যোগময় মুহুর্ত কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নানা মূখী পদক্ষেপ বাস্তবায়ন করছে।করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় প্রায় সোয়া লক্ষ লোকের মৃত্যু বরণ করতে হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মতলব উত্তর উপজেলা কমপ্লেক্সের সামনে ছেংগারচর পৌরসভা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাংবাদিক কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, ছেংগারচর পৌর প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন- মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান কামাল, বাগানবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী রতন, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সেলিম মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিমের নিজস্ব অর্থায়নে ছেংগারচর পৌরসভার দেড় হাজার পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন। এর আগেও তিনি ছেংগারচর পৌরসভায় প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে খাবার সামগ্রী, মাস্ক, হ্যান্ডগ্লাভস’সহ সচেতনতামূলক বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ