Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় অভাবীদের মাঝে সরিষাবাড়ীতে সম্মিলিত ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৮:২০ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা-জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের গজারিয়া মোল্লাবাড়ী মোড়ে সম্মিলিত ব্যক্তি উদ্দ্যোগে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালেও করোনায় অভাবীদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম কালু, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম বাবলু সরকার, সমাজ সেবক বাবলু মন্ডল, এডভোকেট লোহানী জাহান ভুইয়া, জহুরুল ইসলাম মাষ্টার, এনামুল হক শামীম, সহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মিলিত ব্যাক্তি উদ্দ্যোগতাদের কালু মিয়া জানান, সরকার যথেষ্ঠ সহযোগিতা করছেন করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থদের। তবে যে পরিমান ত্রান সহায়তা দিচ্ছেন তা প্রয়োজন তুলনায় অপ্রতুল। আমরা গ্রামের বৃত্তবানদের সহযোগিতায় প্রতিদিন অন্তত ৪০ থেকে ৫০ জনকে সাধ্যমত চাল ডাল আলুসহ নিত্য প্রয়োজনীয় কিছু তান সামগ্রী দিতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এ ত্রান বিতরন ততদিন চলবে যতদিন করোনায় ক্ষতিগ্রস্থরা স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে। এদিকে একই উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানিপুর পঞ্চাশী নয়াপাড়ায় সোনারতরী কৃষি সমবায় সমিতির উদ্দ্যোগে করোনায় আটকে পড়া অসহায় কর্মহীন মানুষদের মাঝে চাল ডাল আলু সহ নিত্য প্রয়োজনীয় ত্রান সামগ্রীও বিতরন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ