বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম এ্যাডভোকেট রেজাউল করিম বলেছেন, ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মহামারি করোনা দুর্যোগ মোকাবেলা করতে হবে। তিনি বলেন, এ দুর্যোগের কারনে প্রতিটি দরিদ্র পরিবারকে সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। একজন মানুষও যেন অভুক্ত না থাকে সে জন্য সরকার পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এ সময়ে সরকারি সাহায্য যাতে সঠিকভাবে প্রকৃত কর্মহীন মানুষ পায় সেদিকে খেয়াল রাখার জন্য তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।
গতকাল বৃহসপতিবার দুপুরে নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম উপরোক্ত কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, করোনা ভাইরাসের কারনে বিশ^ব্যাপী জন জীবন অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় বড় বড় রাষ্ট্র প্রধানরাও নিজেদের অনেকটা অসহায় বোধ করছেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এ মহামারি করোনা মোকাবেলার জন্য আগে থেকেই পদক্ষেপ নেয়ায় আমরা এখন পর্যন্ত অনেকটা নিরাপদে আছি। প্রধানমন্ত্রী প্রতি মুহুর্তে চিকিৎসা সংক্রান্ত খোঁজ নিচ্ছেন এবং স্বাস্থ্য বিভাগসহ সব দপ্তরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে মানুষকে রক্ষা করার জন্য অবিরাম চেষ্টা অব্যাহত রেখেছেন। মন্ত্রী রেজাউল করিম বলেন, প্রতিটি নাগরিককে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে চলা উচিৎ। তাহলেই নিজে, নিজের পরিবার এবং সর্বপরি মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে পারবেন। উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম,ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ,সম্পাদক এসএম ফুয়াদ, পৌর মেয়র গোলাম কবির প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।