Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি, জেলায় মোট আক্রান্ত ১৩ জন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৩:৪৫ পিএম

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। জেলায় মোট আক্রান্ত ১৩ জন। এদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। একজনের মৃত্যু হয়েছে। মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৯১০ জন। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১৯৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ৪ জন জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অনেকটা ভাল বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন।
এদিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানিয়েছেন গত ২৪ ঘন্টায় ৯৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে কারো শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়নি। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে আনা হয় ৪৪৪৪ জন। এদের মধ্যে মেয়াদ শেষ হওয়ায় ২৫৩৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১৫ জন। জেলা থেকে এ পর্যন্ত সর্বমোট ৯৩১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

এদের মধ্যে ঘাটাইলের একজন মৃত্যুবরণ করেন। অপরদিকে মির্জাপুর ও ভূঞাপুরের দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ