বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা পরিস্থিতিতে অচল হয়ে পরেছে গোটা দেশ। বর্তমান অবস্থায় দৈনিক খেটে খাওয়া মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। এ অবস্থায় ঝালকাঠিতে সংবাদপত্র বিতরণ কর্মীদের খাদ্য সহায়তা দিলো জেলা প্রশাসন। ঝালকাঠি সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির ২৩ সদস্যকে বৃহস্পতিবার দুপুরে এ সহায়তা প্রদানকরা হয়া। জেলা প্রশাসক মো. জোহর আলীর নির্দেশে ঝালকাঠি সার্কিট হাউস চত্ত্বরে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহম্মেদ হাসান এবং ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত হকারদের হাতে দশকেজি চাল, এককেজি ডাল, দুইকেজি আলু, এককেজি তেল ও একটি সাবান তুলে দেন। খাদ্য সহায়তা পেয়ে সমিতির সভাপতি সালাহউদ্দিন এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জেলা প্রশাসক মো. জোহর আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা প্রশাসনের সিদ্ধান্তনুযায়ী দুইকিস্তিতে হকারদের এ সহায়তা প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।