বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ।এনিয়ে গত চার দিনে ১০ জন সুস্থ হলেন।
বৃহস্পতিবার আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
করোনায় মুক্ত তিনজন হলেন- সাগরিকা এলাকার বাসিন্দা শামীমা (৪০) এবং তার মেয়ে সামীরা (১৮)। এর আগে এই পরিবারের পাঁচজন অসুস্থ হয়েছিলেন। গতকাল ওই পরিবারের আরেক সদস্য ওমর আলী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । তবে এই পরিবারের আরো দুই জন এখনো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপর সুস্থ ব্যক্তি সাতকানিয়ার জাহেদ (১৯)। এই তিন জন গত ১৪ এপ্রিল করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, গতকাল (বুধবার) রাতে এদের করোনা নেগেটিভ ফলাফল আসে।
তিনি বলেন, আমাদের এখান থেকে এ পর্যন্ত মোট আটজন সুস্থ হয়ে বাড়ি গেলেন। এখানে চিকিৎসারত বাকি রোগীদের অবস্থাও ভাল। পরীক্ষার রিপোর্ট পেতে দেরি হওয়ায় সুস্থতার সনদ দিতে বিলম্ব হচ্ছে।
পরীক্ষার রিপোর্ট প্রসঙ্গে তিনি আরো বলেন, বৃহস্পতিবার যারা ছাড়া পাচ্ছেন তারা আরো চারদিন আগে ছাড়া পেতেন। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসতে চারদিন সময় নিয়ে নিচ্ছে।
অপরদিকে এর আগে গত ২০ এপ্রিল ফৌজদারহাট থেকে ছাড়পত্র পান আরো দুই জন। এদের একজনের বয়স ছিল ৫৫ বছর।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ হলে আমরা তাকে সুস্থ হিসেবে বিবেচনা করি। এছাড়া ভর্তি হওয়ার প্রথম সাতদিন কোনো টেস্ট করা হয় না। সাতদিনের পর থেকে প্রতি তিনদিন অন্তর অন্তর নমুনা নেওয়া হয়।
চট্টগ্রামে এপর্যন্ত করোনায় ৪৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি গেলেন ১০ জন এবং মারা গেছেন ৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।