Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় স্বার্থে চট্টগ্রাম বন্দর সচল রাখা হবে : নৌপরিহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ২:৪৫ পিএম

জাতীয় স্বার্থে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর সচল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বন্দরের কর্মকর্তা কর্মচারীরা ঝুঁকি নিয়ে কাজ করছেন, এ ঝুঁকি আগামী প্রজন্মের জন্য।
বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে চট্টগ্রাম বন্দরের সার্বিক পরিস্থিতি নিয়ে বন্দর ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের লাইফ লাইন। আমরা পণ্য ওঠানামার দায়িত্বে থাকি। চট্টগ্রাম বন্দর সচল রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই লক্ষ্যে যা যা করা দরকার তার সবকিছু করা হচ্ছে।
তিনি বলেন, বন্দরের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে। বন্দর কর্তৃপক্ষ আন্তরিক। বন্দরে কাজ করতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ সুদৃষ্টি দিয়ে দেখবে।

তিনি জানান, বহির্নোঙরে ৩৩টি জাহাজ অপেক্ষমাণ, সেসব জাহাজে ৩৬ হাজার কন্টেইনার আছে। বন্দর থেকে অফডকে কন্টেইনার পাঠিয়ে জাহাজের কন্টেইনার নামাতে হবে।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ আবুল কালাম আজাদ, বন্দরের সদস্য মো. জাফর আলম, বন্দর সচিব মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ