Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সুনামাগঞ্জের ‘নলুয়ার হাওরের কাটলে ধান, মিলবে ত্রান’ শ্লোগানে প্রচারনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ২:৩৯ পিএম

হাওরে ধানের দুনিয়া, ধানের সম্ভাবনায় উজ্জ্বল সম্ভাবনার হাতছানি। কিন্তু নেই শ্রমিক ধান কাটার। তাই সুনমাগঞ্জের পাকা ধান কাটতে শ্রমিক সংকট নিরসনে নানামুখী পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। করোনা পরিস্থিতিতে গৃহবন্দি নানা পেশার মানুষদের ধান কাটায় আগ্রহী করতে ‘নলুয়ার হাওরে কাটলে ধান, মিলবে ত্রাণ’ শ্লোগানে প্রচারণা উপজেলা প্রশাসন। প্রশাসনের নির্দেশনায় ধান কাটলে ত্রাণ পাওয়ার ভিত্তিতে দল গঠন করেছে ইউনিয়ন পরিষদ (ইউপি)। ইউনিয়ন সংশ্লিষ্টদের তত্ত্বাবধানেই ধান কাটছেন এই দলের সদস্যরা হাওরে। ত্রাণের বিনিময়ে ধান কাটার উদ্যোগে হিসেবে চাল ও নগদ টাকা দেওয়া হবে শ্রমিকদের। কেবল তাই না, করোনা পরিস্থিতির কারণে জগন্নাথপুর বাজারের আরও অনেক দোকানি যুবক, ছাত্র, মিলে এক সাথে ধান কাটার কাজ করছেন। এ অবস্থায় প্রশাসনের ডাকে তারা হাওরে ধান কাটতে একটি দল গঠন করেছেন। তাঁরা দিনভর উপজেলার নলুয়ার হাওরে ধান কাটছেন। এতে কৃষকেরা যেমন উপকৃত হচ্ছেন, তেমনি প্রশাসন থেকে তারা পাচ্ছেন ত্রাণ সহায়তা। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, দল গঠন করে ধান কাটায় যুক্ত হতে তাদের উৎসাহ করেছি। খুব ভালো সাড়া মিলছে, সংকট দুর করে নির্ধারিত সময়ে ধান উঠবে কৃষকের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ