Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ইন্টার্ন চিকিৎসক, শামসুদ্দিন হাসপাতালের স্টোর কিপার এবার করোনায় আক্রান্ত

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১:১৩ পিএম

করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে কেবল সিলেটে। বুধবার সিলেট বিভাগের ১৩ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। আক্রান্ত ১৩ জনের মধ্যে রয়েছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্নী ডাক্তা। এছাড়া শহীদ শামসুদ্দিন হাসপাতালের স্টোর কিপার। তথ্যটি নিশ্চিত করেছে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। আজ বৃহস্পতিবার জানান নতুন করে যে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিৎসক। । আক্রান্ত হওয়া শিক্ষানবিস এই চিকিৎসক সম্প্রতি গাজীপুর থেকে সিলেট আসেন। করোনার ঝুঁকিপূর্ণ এলাকা গাজীপুর থেকে ফেরার কারণে হাসপাতালে কাজে যোগ দেওয়ার আগে বুধবার নমুনা পরীক্ষা করানো হয় তার। পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। বর্তমানে কলেজের ইন্টার্নি হোস্টেলেই অবস্থান করছেন এবং সঙ্গনিরোধ অবস্থায় আছেন তিনি।
এদিকে, আক্রান্তদের মধ্যে রয়েছেন শামসুদ্দিন হাসপাতালের স্টোর কিপার। বর্তমানে নিজ বাসায় কোয়ারেন্টিন অবস্থায় রয়েছেন তিনি। সুশান্ত কুমার মহাপাত্র বলেন, তাদের শরীরের অস্বাভাবিক পরিস্থিতির গেলে নিয়ে আসা হবে হাসপাতালে। জানা গেছে, বুধবার আক্রান্ত হওয়া বাকিদের ৫ জন হবিগঞ্জ জেলার, ৪ জন সুমানগঞ্জের ও ২ জন মৌলভীবাজারের। বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন এই হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, বুধবার ওসমানীতে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ জন । এর মধ্যে রয়েছেন সিলেট জেলার ৬ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৬ জন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ