প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা প্রাদুর্ভাবে দেশে দেশে চলছে লকডাউন। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও শ্রমজীবী মানুষগুলো। পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছে অভিবাসী শ্রমিকরাও। সেসব মানুষের পাশে দাঁড়ালেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। কর্মহীন হয়ে পড়া অভিবাসী শ্রমিকদের সাহায্যে ৫০ টনেরও বেশি খাদ্যপণ্য সরবরাহ করেছেন তিনি।
তামান্নাকে ত্রাণ বিতরণে সহযোগিতা করেছে লেটস অল হেল্প নামের একটি এনজিও। মুম্বাইয়ের বস্তি, আশ্রয়কেন্দ্র ও বৃদ্ধাশ্রমের ১০ হাজারেরও বেশি মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হবে বলে জানা যায়।
তামান্না বলেন, ‘করোনা প্রকোপ লাখ লাখ মানুষের জীবনে দুঃসহ প্রভাব ফেলেছে। হাজার হাজার দিনমজুর ও অভিবাসী শ্রমিকের কথা ভাবুন, যারা জীবিকা নির্বাহের পথ হারিয়ে ফেলেছে। এত দীর্ঘ সময় ধরে কর্মহীন থাকার কারণে নিজের ও পরিবারের হাল ধরে রাখা তাদের জন্য খুব কঠিন। তাই লেটস অল হেলপ ও আমি প্রতিজ্ঞা করেছি, লকডাউনে যেন কাউকে ক্ষুধা নিয়ে না ঘুমাতে হয়।’
সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঐক্যবদ্ধ হয়ে উদারভাবে অনুদান দেওয়ার আহ্বান জানান এ অভিনেত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।