Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে চাল চুরির দায়ে অভিযুক্ত সেই আ’লীগ নেতা ডিলার ইব্রাহীম দল থেকে বহিষ্কার

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৩৪ এএম

টাঙ্গাইলের সখিপুরে হতদরিদ্রদের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির সেই চাল আত্মসাৎকারী ডিলার আওয়ামী লীগ নেতা এসএম ইব্রাহীমকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার এ তথ্য নিশ্চিত করেন। মোবাইল ফোনে পৃথক বিবৃতিতে তারা জানা, অসহায়, গরিব হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের বিশেষ প্রকল্প ১০ টাকা কেজি মূল্যের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ এর চাল আত্মসাৎ ও নানা অপকর্মে লিপ্ত থেকে আওয়ামী লীগের মান ও ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈশ্বিক মহামারি দুর্যোগের মূহুর্তে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে তিনি অসহায় ও গরিবদের চাল চুরি করেছেন। একজন চাল চোর খেতাবধারী লোক কখনও আওয়ামী লীগের মতো ঐতিহাসিক রাজনৈতিক দলের সদস্য থাকতে পারে না। তিনি আওয়ামী লীগের রাজনীতিকে কলঙ্কিত করেছেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের উপজেলা আওয়ামী লীগের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, গরিবের চাল আত্মসাৎকারী, চাল চোর খ্যাত ব্যক্তি আওয়ামী লীগের সদস্য থাকার অধিকার নেই। সময়োপযোগী দ্রুত এ সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি উপজেলা আওয়ামী লীগের সকল সদস্যকে ধন্যবাদ জানান। গত মঙ্গলবার রাতে টাঙ্গাইল ডিবি পুলিশ ১২বস্তা ১০টাকা কেজির চালসহ ইব্রাহীমের দুই সহযোগীকে আটক করে। এসময় ডিলার ইব্রাহীম পালিয়ে যেতে সক্ষম হয়।
উল্লেখ্য, এসএম ইব্রাহীম উপজেলার বহুরিয়া ইউনিয়নের ভাতকুড়াচালা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রয়কেন্দ্রের ডিলার। এ রকম উপজেলায় আরো ২৩জন ডিলার রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ