Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে চিকিৎসক ও পুলিশসহ আক্রান্ত আরো ৩ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৯:৫৯ এএম

ডাক্তার, পুলিশসহ চট্টগ্রামে নতুন করে তিন জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। অপর এক জন পুলিশ সদস্যের স্ত্রী।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্লু কর্ণারে কর্মরত ওই চিকিৎসকের বাড়ি সাতকানিয়া উপজেলায়।
আক্রান্ত পুলিশ সদস্যের বাসা নগরীর লালখান বাজারে। মহিলার বাড়ি বালুছড়া এলাকায়। তিনি একটি এনজিও তে কর্মরত।

এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা ৪৩ জন। তাদের মধ্যে চিকিৎসক দুই জন এবং পুলিশ চার জন।


গত ২৪ ঘন্টায় ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যালঅ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৩ জনসহ মোট ৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এক জন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। বুধবার রাত ১১ টায় টেস্টের রিপোর্ট হাতে পান সিভিল সার্জন।

বিআইটিআইডিতে এখন পর্যন্ত সর্বমোট ১ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৪৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রামে আক্রান্ত সাত জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন পাঁচ জন। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন



 

Show all comments
  • শওকত আকবর ২৩ এপ্রিল, ২০২০, ১০:৩১ এএম says : 0
    হে আল্লাহ তুমি আমাদের উপর তোমার খাছ রহমত দান কর।তোমার রহমত ছাড়া আমাদের আর কোন উপয় নাই।আমরা তো গুনাহ করেই ফেলেছি।আমাদের মাফ কর আল্লাহ।আর গুনাহ করবোনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ