বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রথমে নারায়ণগঞ্জের স্থানীয় একটি ক্লিনিকে তারপর খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সেখান থেকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু কোথাও চিকিৎসা পায়নি অন্তঃসত্ত্বা সাজিয়া (২০)। চিকিৎসার অভাবে গত মঙ্গলবার বিকেলে অনাগত সন্তানকে নিয়েই মৃত্যুর মুখে ঢলে পড়েন সাজিয়া।
ঘটনাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকার জয়নাল বেপারী সড়কের বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে সাজিয়া বেগমের। ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলো সে। পরিবারের অভিযোগ, হাসপাতাল ভর্তি করতে চায়নি বলেই তার মেয়ে বিনা চিকিৎসায় মারা গেছে।
সাজিয়ার বাবা আব্দুল জলিল জানান, মে মাসের ১৩ তারিখে ছিল সাজিয়ার ডেলিভারির তারিখ। সে ডা. পারুলের তত্ত্বাবধানে ছিল। সকালে সাজিয়া পা পিছলে পরে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। দুপুর ৩টার দিকে সাজিয়াকে তার স্বামী মো. সুমন ও পিতা আব্দুল জলিল প্রথমে স্থানীয় একটি ক্লিনিক, পরে খানপুর হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
সেখানেও কেউ সাজিয়াকে ভর্তি করতে চায়নি। অগত্যা আবারো ফিরে আসে নারায়ণগঞ্জের খানপুরে। জোড়া পানির ট্যাংকির সামনের এক ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু সেখানেও তার চিকিৎসা দিতে কেউ রাজি হয়নি। পরে বাড়ি ফেরার পথে অটোরিকশাতেই সাজিয়া মারা যায়।
১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খোরশেদ জানান, বেঁচে থাকার আশায়, নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর সব চেষ্টা ব্যর্থ হয়। এখন তার দাফনের প্রস্তুতি চলছে। কোথাও রোগী নেয়া হলে করোনাভাইরাসের ভয়ে কেউ ধরেও দেখছে না। এমনকি জীবন রক্ষায় জরুরি ডায়ালাইসিস ও কেমোথেরাপিও পাচ্ছে না কেউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।