Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিটনেসে উন্নতির লক্ষ্য ইমরুলের

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাদা : প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ইমরুল কায়েসের পারফরমেন্স তেমন নজর কাড়েনি। ৯ ম্যাচে ব্রাদার্সের এই ওপেনার করেছেন ৩৫৩ রান। চারটিতে করেছেন ফিফটি। তবে ইংল্যান্ড ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরে নিজেকে প্রস্তুত করার দিকেই এখন মনোযোগ এই বাঁ হাতি ওপেনারের। গত বছর ওয়ানডেতে ৫ ম্যাচে ১৫৮ (৩১.৬০) এবং এ বছর টি-২০তে ৩ ম্যাচে ৩৩ রানে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে অবস্থান অনেকটাই নড়বড়ে তার। তবে গত বছর টেস্টে দারুন কাটানো (৫ টেস্টে ৩৮৪ রান, গড় ৫৪.৮৫) ইমরুল কায়েস পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে তামীমের সঙ্গে বিশ্বরেকর্ড পার্টনারশিপে রেখেছেন অবদান। ১৪ মাস পর প্রতীক্ষিত টেস্টেও তাই নিজেকে মেলে ধরার নেশা চেপেছে ইমরুল কায়েসের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আগামী ২০ জুলাই থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার ৩ দিন আগেই নিজ থেকে নেমে পড়েছেন অনুশীলনে। বেশ কিছুদিন ধরে ক্রিকেটের বাইরে কাটছে বলে লক্ষ্য তার ফিটনেস ফিরে পাওয়াÑ ‘অনেকদিন পর আবার ফিটনেস ক্যাম্প করছি। কারণ এরকম সুযোগ সবসময় আসে না। একবার ফিটনেস ক্যাম্প করলে হয়তো এক-দুই বছর খুব ভালোভাবে ক্রিকেট খেলা যায়। প্রত্যেক খেলোয়াড়ই আমার মনে হয় গুরুত্বের সাথে ক্যাম্পটা করবে। নিজেদের ক্যারিয়ার এবং ফিটনেসের জন্য তারা কাজ করবে।’
সামনে ব্যস্ত ক্রিকেট মওশুম। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততাকে সামনে রেখে অফ সিজনে বিসিবি’র ফিটনেস ক্যাম্প আয়োজনকে ধন্যবাদ দিয়েছেন ইমরুল কায়েসÑ ‘বাংলাদেশ দলের সামনে অনেক খেলা রয়েছে। অক্টোবরে রয়েছে ইংল্যান্ড সিরিজ। আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে তার আগে নিউজিল্যান্ড সফর। এরও আগে আয়ারল্যান্ডের সঙ্গে খেলা আছে। এইসব সিরিজ কিংবা টুর্নামেন্টের আগে ভালো একটি সময়ে আমরা কন্ডিশনিং ক্যাম্পটি পেয়েছি। বলতে পারেন আমার মনে হয় নিজেদের ফিটনেসের উন্নতি করার সেরা সুযোগ এটি। ফিটনেসের লেভেলটা ভালো থাকলে এমনতিতে স্কিলও ভালো হয়ে যায়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিটনেসে উন্নতির লক্ষ্য ইমরুলের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ