Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ধামরাইয়ে বালিয়া ইউনিয়নে অভাবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ধামরাই(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৮:৩২ পিএম

করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন, দিন মজুর ও অসহায় প্রায় ১১শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আহমম্দ হোসেন। বুধবার ২২ এপ্রিল দুপুরের দিকে ইউনিয়ন পরিষদে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসমাগ্রী বিতরণ করেন ।

চেয়ারম্যান আহম্মদ হোসেন জানান, করোনা ভাইরাসের কারণে আমার ইউনিয়নে অনেক মানুষ কাজকর্ম করতে না পারায় বেকার হয়ে পড়েছে। এসব প্রতিটি অভাবী পরিবারের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে যাচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রীমহল মাদারপুর গ্রামের ও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করার জন্য নানা যড়যন্ত্র করে চলেছে। দেশের এ ক্রান্তিকালে করোনা মোকাবেলায় ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্যসামগ্রী বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ