বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বুধবার আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পান তারা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ বলেন, করোনাভাইরাস আক্রান্ত পাঁচ রোগী বিভিন্ন সময়ে করা নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে। তাদের মধ্যে ভাইরাসের কোনো উপসর্গও নেই। তাই তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।
এর আগে গত সোমবার ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে সুস্থ দুই রোগী বাড়ি ফিরে যান। এ নিয়ে চট্টগ্রাম জেলায় সাতজন রোগী সুস্থ হলেন। আক্রান্ত চট্টগ্রামের একজন চিকিৎসক কাল ছাড়পত্র পেতে পারেন।
জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ৩০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ২৩ জন কোভিড-১৯ রোগী।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ জন। এদের মধ্যে ৫ জন মারা গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।