Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়াদর বন্দর খুলে দিয়েছে পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

আফগানিস্তানের সাথে ট্রানজিট বাণিজ্যের জন্য গোয়াদর বন্দর খুলে দেয়ার কথা ঘোষণা দিয়েছে পাকিস্তান। এটি এই অঞ্চলের ওপর কৌশলগত প্রভাব ফেলার মতো বড় ঘটনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা আবদুল রাজাক দাউদ বলেন, চিনি, সার ও গমবাহী সিল করা ট্রাকগুলো আফগানিস্তানে যাবে এখান থেকে। তিনি সোমবার বলেন, আগামী মাসে আফগানিস্তানের জন্য ১৬ হাজার টন ফসফেন ও বিশ্ব খাদ্য কর্মস‚চির ৫ লাখ টন গম আসবে এখানে। চীনা জাহাজও গোয়াদরে আসবে। চীনের পরিচালিত ও ব্যবস্থাপনায় থাকা গোয়াদর বন্দরটি খুলে দেয়া হয়েছে ব্যবসায়ী স¤প্রদায়ের অনুরোধে। এর ফলে নির্মাণ করা মহাসড়ক ও গোয়াদর বন্দরটি কাজে লাগানো সম্ভব হবে। ধারণা করা হয়ে থাকে, এই বন্দরটি বিপুল পরিমাণ তেল পরিবহনেও ব্যবহৃত হবে। বন্দরটি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করবে। এতে করে তেল ও গ্যাস বাণিজ্য বেগমান হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা দুই-তৃতীয়াংশ তেল পরিবহন করা হয় মালাক্কা প্রণালী দিয়ে। এটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। চীন এই ত্রিভুজ এড়াতে চায়। গত বছর বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে চলতি বছরের প্রথম দিকে কৌশলগত গোয়াদর বন্দরের নিরাপত্তা জোরদার করার জন্য পাকিস্তানকে অনুরোধ জানায় চীন। এই বন্দরকে সিপিইসির মেরুদন্ড মনে করা হয়। স্পুটনিক, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ