Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার হকি কোচের অজুহাত

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নিরাপত্তার অজুহাতে এবার বাংলাদেশে আসবেন না জাতীয় হকি দলের নতুন কোচ নেদারল্যান্ডসের জাইলস বোনেট। বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে চ‚ড়ান্ত কথা বলতে ২২ জুলাই তার ঢাকায় আসার কথা থাকলেও তিনি আসছেন না। মুলত বাংলাদেশে নিরাপত্তাহীনতা ভাবিয়ে তুলেছে এই ডাচ কোচকে। তাই তিনি বাংলাদেশ হকি ফেডারেশনকে ইমেল বার্তায় বলেছেন, ‘এই মুহূর্তে বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই আপাতত এখানে আসা যাবে না।’ হকি ফেডারেশন সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
জাতীয় হকি দলের জন্য একজন বিদেশী কোচ নিয়োগ দিলে প্রায় ১৫ হাজার ডলার গুণতে হবে হকি ফেডারেশনকে। এটা ভাবিয়ে তুলেছিলো ফেডারেশনের কর্মকর্তাদের। নিজেদের তহবিল সমৃদ্ধ না থাকায় এতো বিশাল অংকের টাকা খরচ করে বিদেশী কোচ আনা হকি ফেডারেশনের পক্ষে সম্ভব নয়। তাই তারা শরনাপন্ন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি’র। বিসিবি প্রধান জাতীয় হকি দলের বিদেশী কোচের সব খরচ বহন করার ঘোষণা দেয়ায় নিশ্চিন্ত হন হকি ফেডারেশন কর্তারা। খোঁজ শুরু করেন বিদেশী কোচের। বেশ ক’জনের প্রোফাইল দেখার পর হকি ফেডারেশনের মনে ধরে নেদারল্যান্ডসের জাইলস বোনেটকে। তার সঙ্গে চুড়ান্ত কথা বলতে চলতি সপ্তাহের শেষে প্রস্তুতি নেয় তারা। কিন্তু এখন বোনেট গুলশান আর্টিজন হত্যাকাÐের কথা তুলে বাংলাদেশে নিরাপত্তা নিয়ে সন্দিহান। তাই তিনি ঢাকায় আসতে অনীহা প্রকাশ করেন। আর এতেই বিপাকে পড়েছে হকি ফেডারেশন। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, ‘জাইলস বোনেটকে নিরাপত্তা দেয়ার ব্যাপারে আশ্বস্ত করা হলেও এই মুহূর্তে তিনি আসবেন না বলে জানিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, নেদারল্যান্ড দূতাবাস ও তার শুভাকাক্সিক্ষরা এই মুহূর্তে তার বাংলাদেশে আসা নিরাপদ মনে করছে না। কয়েকদিন অপেক্ষা করতে হবে।’ তবে যুগ্ম সাধারন সম্পাদক আনভীর আদিল খান বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি জানি, জাইলস বোনেটকে ২২ জুলাই ঢাকায় আসছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার হকি কোচের অজুহাত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ