বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
মহামারী করোনা'র কারণে সংকটে পড়া অসহায়-দরিদ্র মানুষদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। সামাজিক দুরুত্ব নিশ্চিত করে গরিব-অসহায় মানুষদের সহায়তাকল্পে তিনি গত ১৫ এপ্রিল থেকে প্রতিদিন দুটি বিকাশ এজেন্টের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ পর্যন্ত দুই হাজার মানুষকে এই সহায়তা দেওয়া হয়েছে।
তিনি জানান, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহামারী করোনায় সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি গরীব-দুঃখী অসহায় মানুষদের জন্য এই উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ সংকট চলাকালীন সময় প্রতিদিন চলমান থাকবে বলেও জানান তিনি।
গরিব ও অসহায় মানুষদের মাঝে সরাসরি অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের তত্ত্বাবধান করেছেন জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।
জানা যায়, বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ও বাঁশখালী পৌরসভার ৯ টি ওয়ার্ডসহ চট্টগ্রাম দক্ষিণ জেলায় এই অর্থ সহায়তা প্রদান চলমান আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।