Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদীতে করোনায় মৃত ৮০ শতাংশই অভিবাসী

বাংলাদেশি মৃত ৩৫ জনের পরিচয় পাওয়া গেছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৫:২১ পিএম

সউদী আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তে মৃত্যুর ৮০ শতাংশই অভিবাসী। মঙ্গলবার রাত পর্যন্ত দেশটিতে ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এদের মধ্যে ৩৫ জন প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। করোনায় মৃত প্রবাসীদের পরিচয় পাওয়া গেছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৯০ জন। সউদী স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।

সউদী আরব থেকে নির্ভরযোগ্য সূত্র জানায়, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হচ্ছে, ঢাকা জেলার কোরবান, মো. দেলোয়ার হোসেন, নড়াইলের ডাক্তার আফাক হোসেন মোল্লা, চট্টগ্রামের মোহাম্মদ হাসান, মোহাম্মদ জসিম উদ্দিন, মো. রহিম উল্লাহ ,নাসির উদ্দিন, মোহাম্মদ শফিউল আলম, শেখ মোহাম্মদ আলী, আহমেদ হোসাইন, মোহাম্মদ জমির উদ্দিন, মোহাম্মদ ইসলাম, মো. মোরশেদুল আলম, ওবায়দুর রহমান চৌধুরী জুয়েল, নুরুল ইসলাম, রাশেদ আলম তালুকদার।

এছাড়া চাঁদপুরের সিরাজুল ইসলাম, মোহাম্মদ জাহিদ, আজিবর, সাইফুদ্দিন টুটুল, পাবনার আব্দুল মোতালেব,ভোলার মোহাম্মদ হোসেন ওরফে রিয়াদ, মানিকগঞ্জের হান্নান মিয়, নরসিংদীর খোকন মিয়, বরগুনার রোস্তম খন্দকার,বরিশালের মোহাম্মদ হারুন ভূঁইয়া, নোয়াখালীর ফিরোজ, কক্সবাজারের আমানুল্লাহ, জিয়াউর রহমান ও কুমিল্লার মাহবুবুল হক। বাকি ৫ জনের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ