Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁ জেলায় ২৯৮ জনের মধ্যে ২০৬ জনের পরীক্ষার ফলাফলে কারও করোনা ভাইরাসের লক্ষণ নাই

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ২:৫৫ পিএম

নওগাঁ জেলা থেকে মোট ২৯৮ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে ২০৬ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। সবাই নেগেটিভ। অপেক্ষমান রয়েছে ৯২ জন। এদের কারও শরীরে করোনা ভাইরাসের লক্ষন পাওয়া যায় নি। সকলেই সুস্থ্য রয়েছেন। এ পর্যন্ত মোট ৩ হাজার ৫৯৭ জনকে হোম কোয়ারেনটাইনে প্রেরন করা হয়। এদের মধ্যে মোট ২ হাজার ৩১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। হোম কোয়রেনটাইনে রয়েছেন ১২৮৩ জন। নওগাঁ’র সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান আলাল এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, নওগাঁর আত্রাই উপজেলার বলরামচক গ্রামের মাজেদুল নামের এক ব্যক্তির রাজশাহী থেকে ভ‚লবশত রিপোর্ট পজেটিভ আসায় পুনরায় সোমবার ওই মাজেদুলসহ ওই পরিবারের আরও ৬জনের নমুনা নিয়ে রাজশাহী ল্যাবে পাঠানো হয়েছিল। সোমবার রাতে ৯ টায় রিপোর্ট আসলে দেখা যায় সবগুলোই নেগেটিভ। এই জেলায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোন ব্যক্তিকে পাওয়া যায় নাইবলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ