বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা পরিস্থিতিতে হাওরে শ্রমিক সঙ্কট মোকাবেলা কেন্দ্রীয় ছাত্রলীগের আহবানে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর কান্তি দে’ এর তত্ত্বাবধানে অসহায় কৃষকদেও পাশে দাড়িয়েছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ। তারা সম্মিলিতভাবে মাঠে নেমে পাকা ধান কেটে সহযোগিতা করছে কৃষকদের। একই সাথে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে হাওরের কৃষকের বোরো ধান কেটে দেন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের কৃষক নাজমুল হাসানের বোরো জমির ধান কাটা শরিক হন তারা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক মো. অলিদ মিয়াকে সাথে নিয়ে উপজেলা ছাত্রলীগ নেতা আশ্রাউলজ্জামান ইমনের নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে জমির পাকা ধান কেটে দেন। এ সময় অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসানুজ্জামান শোভন, জাহিদ হাসান রুবেল, আল তায়েফ শাওন, রুবায়েত আলম রুবেল, লুৎফর রহমান সোহাগ, আহমেদ জুয়েল, রকিব রহমান, কফি আনান, রবিন, উদয়, সাগর, সৌরভ, রাজন, জিসানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। ভাটি তাহিরপুর গ্রামের কৃষক মো. অলিদ মিয়া জানান, একদিকে বন্যার পূর্বাভাস আর অন্যদিকে শ্রমিক না পাওয়ায় উপজেলার শনির হাওরে আমার এক মাত্র সম্বল ৩ বিঘা জমির পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম অস্থির । খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার জমির পাকা ধান কেটে দিয়ে আমায় পরিবারে স্বস্তি ফিরিয়ে দিয়েছে। এদিকে ওই দিনই ধান কাটায় অংশ নেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব বিন্দু তালুকদার, জেলা কৃষক লীগের সদস্য আনোয়ারুল হক, সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব, সদস্য হাসান লিটন, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল আহমদ, লালপুর গ্রামের বাসিন্দা কৃষক কামাল আহমদ, কামরুল হাসান, শাহাদত হোসেন, ইকবাল হোসেন, মাহমুদুল হাসান, আল আমিন, জয়নাল মিয়া, সোহাগ মিয়া, শাহীন আহমদ, জমির আহমদ প্রমুখ। জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার ‘ আগাম বন্যার আগে যেন কৃষক ঘরে তুলতে পারে সেজন্য সকলেরও সহযোগিতার আহ্বান জানান তিনি’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।