Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাচোলে ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার ৩ জন আটক

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১:৪০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধানক্ষেত থেকে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃতব্যক্তি নাচোল উপজেলার আন্ধরাইল গ্রামের ফাইজুদ্দিনের ছেলে আবুল কাশেম (৪৫)। মৃতের পরিবারের সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৩ নং নাচোল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকার আন্ধরাইল মৌজার ধানক্ষেতে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় নাচোল থানা পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এঘটনায় গোমস্তাপুর সার্কেল জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানাকে নির্দেশ প্রদান করেছেন। মৃতের স্ত্রী ঝরণা খাতুন বলেন তার স্বামী ২১ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতের খাবার খেয়ে সাড়ে ৮ টার দিকে বাড়ী থেকে প্রায় আধা কিলো মিটার দুরত্বে আন্ধরাইল মোড়ে নিজের সার ও কীটনাশকের দোকান দেখে আসি বলে বেরিয়ে যায়। রাতে বাড়ী না ফিরলে ২২ এপ্রিল বুধবার সকালে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এদিকে বুধবার সকালে পশ্চিম লক্ষণপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে হাসান আলী তার জমিতে ধান দেখতে গিয়ে জমির আইলের উপর একটি মৃতদেহ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে হাঁক-চিৎকার শুরু করে। এসময় একই এলাকার দরবেশপুর গ্রামের হোসেন আলীর ছেলে আজাদ ঘটনাস্থলে এসে ওই মৃতব্যক্তিকে আন্ধরাইল গ্রামের ফাইজুদ্দিনের ছেলে আবুল কাশেম বলে সনাক্ত করে এবং তার পরিবারকে খবর দেয়। নাচোল থানার অফিসার ইন্চার্জ (তদন্ত) আব্দুল হান্নান জানান মৃতের স্ত্রী ঝরণা বেগম বাদী হয়ে একটি হত্যামামলা দ্বায়ের করেছেন এবং এ ঘটনায় আন্ধরাইল গ্রামের আসলামের ছেলে হাবিব (৪০), মৃত এলাহী মন্ডলের ছেলে বকুল (৪৫), মেশের আলীর ছেলে আসলাম (৫০)কে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন আটক ব্যক্তিদের নিকট থেকে প্রাপ্ত তথ্য, ঘটনার আলামত এবং ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ