বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টানা প্রায় একমাসে অনেকটাই করোনামুক্ত ছিল যশোর জেলা। কিন্তু বুধবার একদিনের খবর সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। একদিনেই একজন স্বাস্থ্যকর্মীসহ চারজনের নমুনা পরীক্ষায় রিপোর্ট হয়েছে পজেটিভ। এই নিয়ে জেলায় দু’জন স্বাস্থ্যকর্মীসহ ৫জনের আক্রান্ত হলো। এতে জেলায় করোনার বিস্তার ঘটলো।
যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু মোঃ শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পঞ্চম দিনের পরীক্ষায় যশোর সদরে ১জন, চৌগাছায় ২জন, শার্শায় ১জনের রিপোর্ট এসেছে পজেটিভ। এর মধ্যে শার্শার একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর আগে জেলার প্রথম মণিরামপুরে একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হন।
সূত্র জানায়, বুধবার যবিপ্রবিতে ৬৫টি নমুনার মধ্যে ১৩টিতে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়। এর মধ্যে নড়াইলের চারজন ডাক্তার আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।