Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় ঘরবন্দি গরীবদের বাড়িতে রাতে খাবার বিতরণ যশোর এসপির

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১২:৫৬ পিএম

করোনার থাবায় ঘরবন্দি গরীবদের বাড়িতে বাড়িতে গিয়ে বুধবার ভোরে শহরের ঘোপ এলাকায় যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন,পিপিএম খাবার বিতরণ করছেন। এসপি শুধু একদিন নয়, করোনার শুরু থেকে যশোরে প্রায় রাতেই পর্যায়ক্রমে খেটে খাওয়া গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারে খাবার পৌঁছে দিচ্ছেন নীরবে।

যশোরের এসপি মুহাম্মদ আশরাফ হোসেনের এই উদ্যোগ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের কাছে দারুণ প্রশংসিত হয়েছে। রাতের বেলায় মানুষদের দরজায় কড়া নেড়ে ঘুম থেকে ডেকে তুলে হাতে প্যাকেট ধরিয়ে দিচ্ছেন। চাল, ডাল, ঝাল, লবন, তেলের প্যাকেট বিশেষ করে শিশু খাদ্য পেয়ে খুশি হচ্ছেন গরীব লোকজন। দিনে পুলিশ খোঁজ নিয়ে তালিকা করছেন আর রাতে খাবার নিয়ে হাজির হচ্ছেন এসপিসহ পুলিশের টীম। ঘোপের অত্যন্ত গরীব সালেহা বেগম বুধবার জানালেন, আমি এই সময়ে শিশু খাদ্য ০১ কেজি আতপ চাউল, ০১ কেজি চিনি, ০১ কেজি গুড়া দুধ, নুডুলস ০২ প্যাকেট, ২৫০ গ্রাম সাবু দানা, ২৫০ গ্রাম সুজি ও ১২টি ডিম খুবই উপকৃত হয়েছি।

পুলিশ সুপার বলেন, আমাদের উদ্দেশ্য হলো অসহায় পরিবারগুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। নোভেল করোনা ভাইরাসের জন্য সারা বাংলাদেশে সৃষ্ট চলমান লকডাউন এর জন্য যে সকল খেটে খাওয়া গরীব অসহায় দিনমজুর পরিবারের স্বাভাবিক জীবন-যাপন থেমে যাচ্ছে তাদের পাশে থেকে আমরা যশোর জেলা পুলিশ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি। এছাড়াও তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতণতামূলক বিভিন্ন দিক নির্দেশনা প্রচার করছেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুুিলশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ অপু সরোয়ারসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্যসামগ্রী বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ