Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মানুষের ভুলের সৃষ্টি : নোবেলজয়ী মোদিয়ানো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১২:৪১ পিএম

২০১৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক মোদিয়ানো বলেছেন, করোনা মানুষের ভুলের সৃষ্টি। কোয়ারেন্টাইনে তিনি সময় কাটাচ্ছেন বই পড়ে, গান শুনে। । মঙ্গলবার ‘পেন রাইটার্স ডটনেট’ প্রকাশিত তার সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, তার লেখা একটি বিখ্যাত উপন্যাসের নাম ‘মিসিং পারসন’। মিসিং পারসন উপন্যাসে দেখা যায় জিজানি নামের একটা মুখ্য চরিত্র আছে। জগতে সুখী হওয়ার জন্য যা কিছু থাকা দরকার এর সবই আছে ওই ডিজানির।কিন্তু একদিন সকালে সে আবিস্কার করে সে অসহায়।কারণ, অজানা একদল শত্রু তার শহরের সবাইকে মেরে ফেলতে থাকে রহস্যময় কারণে।

তখন উপন্যাসের মুখ্য চরিত্র জিজানি বাসা থেকে না বেরুনোর সিদ্ধান্ত নেন। কিন্তু সে প্রতিদিনই তার বাসার কলিংবেল বাজার শব্দ শুনে। তার মনে হয়, এখনই তার যাবতীয় সুরক্ষা ভেঙে পড়বে এবং সে মারা যাবে। ফলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
তিনি বলেন, মহামারীর পর অনেক মানুষ বেঁচে থাকলেও তারা অনেক কিছু হারাবে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যেভাবে মানুষ বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল, তেমনই এ মহামারীর ধকল কাটিয়ে উঠতেও সময় লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদিয়ানো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ