Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ১০ মাসের শিশুর শরীরে করোনার হানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:১০ এএম | আপডেট : ১১:১১ এএম, ২২ এপ্রিল, ২০২০

চট্টগ্রামে ১০ মাসের এক শিশু নভেল করোনাভাইরাসের সংক্রমণের শিকার হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা ৪০ জন। তাদের মধ্যে এক শিশুসহ পাঁচজন মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় পার্বত্য জেলা বান্দরবানে আরও তিন জন আক্রান্ত পাওয়া গেছে।


মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় এই চার জনের সংক্রমণ পাওয়া যায় ।

রাতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিআইডিতে ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে চার জন ছাড়া আর কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

পরীক্ষায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা গ্রামের এক শিশুর করোনা শনাক্ত হয়েছে। ১০ মাস বয়সী শিশুটি কয়েক মাস ধরে জ্বরে আক্রান্ত। চমেক হাসপাতালে ভর্তি করার পর তার নমুনা সংগ্রহ করা হয়।

স্থানীয়ভাবে জানা যায়, করোনা শনাক্ত শিশুর শরীরে গত মাস ধরে জ্বর ‍উঠানামা করছিল। পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে কোনোরকম উন্নতি না হওয়ায় এক মাস পূর্বে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুটা উন্নতি হলে সম্প্রতি বাড়িতে নিয়ে আসা হয়। তার শরীরে আবারো প্রচণ্ড জ্বর আসলে গত সপ্তাহে তাকে আবার চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে গত ১৭ এপ্রিল শিশুটির নমুনা সংগ্রহ করা হয়।
শিশুটি কার মাধ্যমে সংক্রমণের শিকার হয়েছে তার অনুসন্ধান চলছে বলে জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা সেখ ফজলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ