বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং গুলির ঘটনা ঘটেছে। এতে বাহার উদ্দিন (৪৭) নামে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। এসময় বসতঘর ও দোকানে ভাঙচুর করা হয়েছে।
গতকাল সকালে শ্রীনন্দি চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- বাহার উদ্দিন, তারেক আমিন জনি, রুবেল হোসেন ও টিপু। গুলিবিদ্ধ বাহারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বাহার উদ্দিন গ্রুপ ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আমিন জনি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে স্থানীয় একটি দোকানে বাকি নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এসময় বসতঘর ও দোকানে ভাঙচুর করা হয়েছে।
বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাহার চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। সে সকালে লোকজন নিয়ে হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা জনিকে পিটিয়ে ও আরও দুইজনকে কুপিয়ে জখম করেছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, পায়ের উপরের অংশে গুলবিদ্ধ অবস্থায় বাহার উদ্দিন নামে একজন হাসপাতালে ভর্তি আছেন।
কবিরহাট থানার ওসি মির্জা মো. হাছান বলেন, আধিপত্য বিস্তার ও দোকানে বাকি নেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে ঘটনায় কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।