প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অদৃশ্য এক শত্রুর আঘাতে পৃথিবীর সবাই যখন ঘরবন্দি তখন সামনে থেকে লড়াই করছেন স্বাস্থ্যকর্মীরা। বলা হচ্ছে করোনার কথা। ভাইরাসটিতে আক্রান্ত রোগীদের সেবা দিতে নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করছেন স্বাস্থ্যকর্মীরা। আর তাইতো সেই সব স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের অফিস থেকে শুরু করে পাঁচ তারকা হোটেল কোনো কিছুই ছেড়ে দিতে একবার চিন্তাও করছেন না বলিউড তারকারা। এ তালিকার শীর্ষে অবস্থান বলিউড বাদশা শাহরুখ খান, সনো সুদ ও আয়েশা টাকিয়ার। অবশ্য তারকাদের এই নি:স্বার্থ ত্যাগ পৃথিবীর এক প্রন্ত থেকে অন্য প্রন্তের মানুষের কাছে সমান তালে প্রশংসা পাচ্ছে।
এবার বলিউড তারকাদের দেখানো পথে পাঁ বাড়ালেন দেশের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। নিজের ডুপ্লেক্স বাড়িটি করোনা আক্রান্ত রোগি ও স্বাস্থ্যকর্মীদের জন্য ছেড়ে দিয়েছেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন গণমাধ্যমে।
ন্যান্সি জানিয়েছেন, বর্তমানে দেশের অবস্থা খুব বেশি ভালো নয়। এমন পরিস্থিতিতে নেত্রকোণায় আমার ডুপ্লেক্স বাড়িটি জনস্বার্থে ছেড়ে দিয়েছি। করোনায় আক্রান্ত ব্যক্তি ও তাদের সেবা দেওয়া স্বাস্থ্যকর্মীদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করি আপদকালীন এই মুহুর্তে সবাই সবার পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
করোনা ভাইরাসের এই ক্রান্তিলগ্নে জনস্বার্থে যতদিন প্রয়োজন ততদিনই বাড়িটি ব্যবহার করতে পারবে প্রশাসন। ন্যান্সি বলেন, এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলামের সঙ্গে আমার কথা হয়েছে। বাড়িটি করোনা যোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগানো হবে। প্রশাসন চাইলে আইসোলেশনের জন্যও কাজে লাগাতে পারেন এটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।