বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকসহ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মঙ্গলবার আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিরাজদিখান উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন করে করোনা আক্রান্ত অ্যাম্বুলেন্স চালকের বয়স ৪৫ বছর। বেশ কয়েক দিন ধরেই শারিরিক অসুস্থ্য অনুভব করছিলেন। এ সময় তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইউডিসিআরে পাঠানো হলে তার করোনা শনাক্ত হয়। একই সঙ্গে উপজেলার বালুচর ইউনিয়নের আকবর নগর ও ইছাপুরা গ্রামে দ্ইুজন নারী এবং কুচিয়ামোড়া ১ জন পুরুষ নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, উপজেলার বালুচর ইউনিয়নের আকবর নগর গ্রামের (৫০) বছর ও ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের (৩৫) বছরের দ্ইুজন নারী করোনায় আক্রান্ত হয়েছে। তাদের দুজনের স¦ামী আগে থেকেই আক্রান্ত ছিলো। কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের (৬০) বছর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক (৪৫) বছর বয়েসের দুজন পুরুষ আক্রান্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।