Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ হাজার সেনা কোয়ারেন্টিনে

একদিনে সাড়ে পাঁচ হাজার আক্রান্ত রাশিয়ায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

রাশিয়ায় হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এরই মধ্যে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার রাশিয়ার করোনাভাইরাস রেসপন্স সেন্টার জানিয়েছে, সোমবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৪২ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৭৬৩ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৫১ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৬ জন। মূলত চলতি মাসের শুরু থেকেই করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে রাশিয়ায়। তবে কড়া বিধিনিষেধ ও সুনির্দিষ্ট ব্যবস্থাপনার কারণে এখনও সেখানে মহামারির প্রকোপ ইউরোপ-আমেরিকার চেয়ে বেশ কম। অপরদিকে, রাশিয়ার রেড স্কয়ারে বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে ‘ভিক্টোরি ডে প্যারেড’-এর সামরিক মহড়ায় অংশ নেয়া অন্তত ১৫ হাজার সেনাসদস্যকে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে পাঠিয়েছে সরকার। ইতিমধ্যে ওই মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে জোর সমালোচনা চলছে। ভিডিওতে দেখা যায়, কোনো ধরনের প্রতিরক্ষা কিংবা সামাজিক দূরত্ব না মেনেই মহড়াতে অংশ নেন রুশ সেনারা। খবর দ্য গার্ডিয়ানের। স্থানীয় সময় সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ে প্রতি বছর ৯ মে বিজয় উদযাপন করে রাশিয়া। এ বছর বিজয়ের ৭৫তম বার্ষিকী সামনে রেখে গেল ফেব্রুয়ারি থেকেই সামরিক মহড়া দিচ্ছিল দেশটি। তাস, রয়টার্স, গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়ারেন্টিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ