Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন যুবলীগ নেতা সৈয়দ জাকির

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৭:০৪ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন। দ্বিতীয় দিনের মত মঙ্গলবার সকালে বৃষ্টিতে ভিজেপুড়ে তিনি কর্মবিমূখ ওইসব মানুষের হাতে এ সহায়তা তুলে দেন। এসময় তার ছোট ভাই সাবেক ছাত্রনেতা সৈয়দ সোলায়মান হোসেন উপস্থিত ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার টিয়াখালী ইউনিয়নে দুইশতাধিক পরিবারের মাঝে তিনি চাল, ডাল, তেল, আলু ও সাবান সম্বলিত এ সহায়তা পৌঁছে দিয়েছেন। এর আগে তিনি সোমবার সকালে টিয়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
যুবলীগের নেতা সৈয়দ জাকির হোসেন বলেন, কেন্দ্রীয় যুবলীগ সভাপতি-সম্পাদকের নির্দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মবিমূখ দুস্থ মানুষের জন্য তার এ ক্ষুদ্র প্রয়াস। আগামী দিন গুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ