Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে ২ জনসহ বিভাগে ৮ জনের করোনা পজেটিভ

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৬:৩৪ পিএম

রংপুর জেলায় ২ জন সহ বিভাগের পাঁচ জেলায় গত ২৪ ঘন্টায় ৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পরীক্ষার পর তাদের করোনা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রংপুর মেডিকেলে গত ২৪ ঘন্টায় ১’শ ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮ ব্যক্তির করোনা পজেটিভ পাওয়া যায়। এর মধ্যে রংপুর সদরের গনেশপুর এলাকায় ১জন, মিঠাপুকুরে ১ জন, ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১ জন, সদরে ১ জন, দিনাজপুরের কাহারোলে ১ জন, সদরে ১ জন, নীলফামারীর সদরে ১ জন এবং পঞ্চগড়ের তেতুলিয়ায় ১ জন রয়েছেন।
এ বিষয়ে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানিয়েছেন, রংপুর জেলায় আক্রান্ত দুজনের বাড়িতে লোক পাঠানো হয়েছে। কারও সাথে মিশে থাকলে তা সনাক্ত করে আশেপাশের এলাকা লকডাউন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ