Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জ ভুষিমাল হাটের কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়ালো - সাগর এন্টারপ্রাইজ

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৪:৩৬ পিএম

মহামারি করোনার বন্ধ হয়েছে দেশের হাট গুলো। হাট না হওয়াতে কর্ম হারিয়ে মানবেতর দিন পার করছে দেশের অন্যতম ভুষিমাল হাট ঝিনাইদহ কালীগরেঞ্জ ভুষিমাল হাটের দিনমজুর শ্রমিকরা। দীর্ঘদিন কোন কাজ না থাকায় তাদের পরিবারে নেমে এসেছে হাহাকার। এমনি দূর্দিনে তাদের পাশে দাড়ালো বাজারের ভুষিমাল ব্যাবসায়ী প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজের সত্বাধিকারী ইব্রাহিম খলিল লিটন। তার প্রতিষ্টানের সহযোগীতায় ভুষিমাল হাটের কর্মহীন প্রায় শতাধিক শ্রমিকসহ গ্রামের অসহায় দু’শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরন করেছে। মঙ্গলবার সকালে ভুষিমাল হাটাতে শতাধিক শ্রমিকের হাতে ওই সাহাষ্যের চাউল তুলে দেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময়ে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন।

অসহায় শ্রমিকদের পাশে এগিয়ে আসা ভুষিমাল ব্যাবসায়ী ইব্রাহিম খলিল লিটন জানান, দেশে এখন দূর্দিন চলছে। মহামারি করোনার কবলে তাদের ব্যাবসা প্রতিষ্ঠানের শ্রমিকগন কর্মহারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। ওইসব শ্রমিকদের দিয়েই তাদের মত ভুষিমাল ব্যাবসায়ীরা প্রতিষ্ঠিত হয়। এই দূর্দিনে তাদের পরিবারের জন্য কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাত্র। তিনি সেইসাথে সমাজের বিত্তবান ব্যাবসায়ীদেরও এগিয়ে আসার আহব্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ