Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটুয়াখালীতে নতুন আক্রান্ত ৮জন, করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৪:০১ পিএম

পটুয়াখালীতে নতুন করে আরো ৮ জন রোগী করোনা আক্রান্ত হয়েছেন। আজ দুপুরে আইইডিসিআর-এর পাঠানো রিপোর্ট অনুযায়ী তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন রাঙ্গাবালী উপজেলায়, ৩ জন দশমিনা উপজেলায় এবং একজন পটুয়াখালী সদর উপজেলায়। এদের অনেকেই সম্প্রতি সময়ে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসেছেন বলে জানা গেছে। এনিয়ে পটুয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ জনে। এদিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। করোনা বিষয়ে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তার মরদেহ দাফন করা হবে। এঘটনায় সদর উপজেলার সেহাকাঠি গ্রামে তার বাড়ি লকডাউন করার নির্দেশনা দেয়া হয়েছে। সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, মঙ্গলবার সকালে করোনা উপসর্গ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে টিকিৎসা নিতে আসলে কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হচ্ছে। সতর্কতার জন্য তার বাড়ি লকডাউন করা হয়েছে। রিপের্ট আসার পরে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ