Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে ভ্রাম্যমান আদালতে ২৪হাজার টাকা জরিমানা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১:২৪ পিএম

টাঙ্গাইলের সখিপুরে রাতের বেলায় ছোট সড়ক দিয়ে ঢাকা ও ভুয়াপুর থেকে অপ্রয়োজনীয় মালামাল নিয়ে ট্রাক ঢোকার অপরাধে তিনটি ট্রাকের চালককে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাতে কালিহাতী-সখিপুর সড়কের বহেড়াতৈল এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।

আদালত সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ভুয়াপুর থেকে দুটি বালুর ট্রাক ও ঢাকার গাবতলী থেকে অপ্রয়োজনীয় মালামালের (খাদ্যদ্রব্য নয়) একটি ট্রাক গোপন সড়ক ব্যবহার করে সখিপুরে ঢোকার চেষ্টা করে। পরে বালুর দুই ট্রাকের চালককে ২০ হাজার ও গাবতলী থেকে আসা ওই ট্রাকের চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা জানান, অবহেলাজনিত কাজ যার মাধ্যমে জীবনবিপন্নকারী রোগের সংক্রমন ঘটতে পারে-এমন অপরাধে ওই তিন ট্রাক চালককে জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ