Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলেনকে ফেরত পাঠান

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গতকাল সোমবার ফেতুল্লাহ গুলেনকে তুরস্কে ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে কয়েক হাজার মানুষ। হোয়াইট হাউজের ওয়েবসাইটে পোস্ট করা একটি অনলাইন আবেদনে বলা হয়েছে, ফেতুল্লাহ গুলেনকে নিরাপদ স্বর্গে বসবাসের সুযোগ বন্ধ করে দিন। তাকে তুরস্কের হাতে তুলে দিন। ওই আবেদনে আরও বলা হয়েছে, তুরস্কে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও বৈধ একটি সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের চেষ্টা করা হয় ১৫ই জুলাই। তারপর থেকে এটা পরিষ্কার হয়েছে যে, ষড়যন্ত্রকারীরা সেনাবাহিনীর একটি ক্ষুদ্র অংশ। তারা ফেতুল্লাহ গুলেনের ভক্ত ও তার ফেতু (এফইটিও) সন্ত্রাসী সংগঠনের প্রতিও অনুগত। এতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধু তুরস্ক। এই দেশটি গুলেনের কর্মকা-কে সন্ত্রাসী কর্মকা- হিসেবে চিহ্নিত করেছে। তাই তুরস্কে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করা উচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। গুলেনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো উচিত। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলেনকে ফেরত পাঠান

১৯ জুলাই, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ