Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে করোনা মোকাবেলায় সখিপুর থানা পুলিশ দুইভাগে বিভক্ত

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১:০৭ পিএম

সারা বাংলাদেশে থানা ক্যাম্পাসে পুলিশ সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় টাঙ্গাইলের সখিপুর থানা পুলিশ নিজেদের করোনা ভাইরাস হতে রক্ষা ও সার্বক্ষনিক করোনা ভাইরাস মোকাবেলায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় থানা ক্যাম্পাসের বাইরে সদর ডাকবাংলোয় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছে। থানা ক্যাম্পাসের ব্যারাকে গাদাগাদি করে বসবাস করার কারনে করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রমন হতে পারে,আর সংক্রমন হলে থানা পুলিশ লকডাউনে পড়তে পারে-ফলে সেক্ষেত্রে জনগনকে সেবা দেওয়া সম্ভব হবে না। এমনকি করোনা মোকাবেলায় সখিপুর উপজেলার ২৩টি সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করাও কষ্টকর হয়ে যাবে। সেদিকে লক্ষ্য রেখেই থানার অদূরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবীর বলেন,দায়িত্ব পালনকালে পুলিশের কোন পার্টি কোন কারনে করোনা ভাইরাসে আক্রান্ত হলে বিকল্প হিসাবে অন্য পার্টি দিয়ে ডিউটি অব্যাহত রাখার জন্যই ডাকবাংলোয় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ