Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার পাশাপাশি সবজি বিতরণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১২:৩২ পিএম

রাজশাহীর বাঘায় কর্মহীন দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তার চালের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজস্ব অর্থায়নে সবজি চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্যে কিনে কর্মহীন দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।
সোমবার গড়গড়ি ইউনিয়নে ৫৫০ পরিবার,আড়ানীতে ৫০০ পরিবার ও চারঘাটে ১৫০০ পরিবারকে সবজি বিতরণ করা হয়। মিষ্টি কুমড়া, ডাটা, লাউ, আলু, করলাগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের নিকট পৌঁছে দেয়া হয়েছে। তারা এগুলো বিতরণ করেছেন। মঙ্গলবার পাকুড়িয়া ইউনিয়নে ৩০০ পরিবার ও মনিগ্রামে ৪০০ পরিবারকে সবজি দেওয়া হবে। উপজেলার অন্য ইউনিয়নেও এগুলো বিতরণ অব্যাহত থাকবে।
অপরদিকে সবজির সাথে উপজেলার গড়গড়ি ইউনিয়ন ও আড়ানী পৌর সভায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়। মেয়র মুক্তার আলী ও চেয়ারম্যান রবিউল ইসলাম সামাজিক দুরুত্ব বজায় রেখে তালিকা মোতাবেক চাল ও সবজি বিতরণ করেছেণ।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, করোনাভাইরাসের কারণে সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। সরকারের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা বাঘা ও চারঘাট উপজেলার নিম্ন আয়ের মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিত্তবান মানুষদের অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।



 

Show all comments
  • শওকত আকবর ২১ এপ্রিল, ২০২০, ১২:৩৬ পিএম says : 0
    আমাদের দেশের প্রধান কে আল্লাহ যেন নেক হায়াৎ দান করেন ।আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ