Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অর্ধশতাধিক কারখানা লে অফ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৩৫ এএম

ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি মহামারী রূপ ধারণ করায় কার্যাদেশ স্থগিত, কাঁচামাল সংকট, শিপমেন্ট না হওয়ার চট্টগ্রামের দুই ইপিজেডের অর্ধশতাধিক কারখানা লে অফ ঘোষণা করছে।

কারখানার মালিকরা প্রতিষ্ঠানের সংকট তুলে ধরে বেপজার কাছে সিইপিজেডের ৪৬টি এবং কর্ণফুলী ইপিজেডের ২৩টি কারখানা বিভিন্ন মেয়াদে আবেদন করেছে। বেশ কিছু কারখানা প্রাথমিক অনুমোদনও পেয়েছে।

কারখানার মালিকরা বলছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে শতভাগ রফতানিমুখী অনেক কারখানার। ইপিজেড আইনে আছে আপদকালে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা কাঁচামাল সংকটে শ্রমিককে কাজ দিতে অক্ষম হলে ১০ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত এক নোটিশে লে অফ ঘোষণা করা যাবে।
এরপর প্রয়োজনে আরও ১৫ দিন বাড়ানো যাবে। এ সময় নিয়ম অনুযায়ী শ্রমিকরা চাকরি হারাবে না, নিয়ম অনুযায়ী বেতন ও সুযোগ সুবিধা পাবেন।

বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক কারখানাকে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হচ্ছে। ইউরোপ আমেরিকায় লকডাউনে সব শোরুম বন্ধ। প্রতিদিন বায়াররা অর্ডার বাতিলের বার্তা পাঠাচ্ছেন।

জানা যায়, চট্টগ্রামের দুই ইপিজেডে লে অফ চাওয়া কারখানাগুলোর মধ্যে তৈরি পোশাক, জুতা, তাঁবু, ফেব্রিক্স, ইলেকট্রনিকস সামগ্রী তৈরির প্রতিষ্ঠান রয়েছে। সিইপিজেডে ১৫৮টি দেশি-বিদেশি কারখানায় দুই লক্ষাধিক এবং কর্ণফু্লী ইপিজেডে ৪১টি কারখানায় ৭৫ হাজারের বেশি শ্রমিক কাজ করে।

সিইপিজেডের দায়িত্বে থাকা বেপজার মহাব্যবস্থাপক খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, সিইপিজেডের বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ নানা সংকট দেখিয়ে বিভিন্ন মেয়াদে লে অফ ঘোষণার আবেদন জানিয়েছে। তাতে তাদের সমস্যার কথা তুলে ধরা হয়েছে।
কোনো বায়ার কারখানাকে বার্তা দিয়েছে শিপমেন্ট বা তৈরি পণ্য জাহাজে তোলা বন্ধ রাখার। কোনোটি বলেছে অনগোয়িং অর্ডার বাতিল। কিছু কারখানায় কাঁচামাল অাছে কিন্তু বায়ার বলেছে ফেব্রিক্স কাটিং বন্ধ রাখতে।
দেশে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে কারখানা বন্ধ রাখতে হচ্ছে।

বেপজার মহাব্যবস্থাপক বলেন, আমাদের পক্ষ থেকে শ্রমিকদের ন্যায্য পাওনা যাতে কারখানাগুলো পরিশোধ করে সে ব্যাপারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।#র ই সেলিম ২১এপ্রিল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ