Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের মহাসচিব হতে চান অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাড

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড গত সোমবার জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে বান কি-মুনের উত্তরসূরি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি তার মনোনয়নকে সমর্থন দিতে ক্যানবেরাকে অনুরোধ জানিয়েছেন। বিশ্বের শীর্ষ কূটনীতিক হওয়ার আগ্রহ প্রকাশের ক্ষেত্রে প্রার্থীদের তালিকা বেড়ে চলেছে। এ নামের তালিকায় আরো যাদের নাম রয়েছে তারা হচ্ছেন ইউনেস্কো প্রধান বুলগেরিয়ার ইরিনা বোকোভা এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান হেলেন ক্লার্ক। রাড ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এবং ২০১৩ সালে আবারো অস্ট্রেলিয়ার লেবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ সোমবার বলেন, এ ব্যাপারে তিনি সরকারি সমর্থনের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। ক্যাবিনেট এ অনুরোধ বিবেচনা করবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতিসংঘের মহাসচিব হতে চান অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ