Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোলানে দুই ইসরাইলি সেনা নিহত

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গোলান মালভূমিতে গ্রেনেড বিস্ফোরণে ইহুদিবাদী ইসরাইলের দুই সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাদের একটি পর্যবেক্ষণ ফাঁড়ির কাছে সংঘটিত এ বিস্ফোরণে আরো ৩ সেনা আহত হয়েছেন। গত রোববার সকালের দিকে মাউন্ট হারমনের পাদদেশে মাজদাল শামস এলাকায় এ বিস্ফোরণ ঘটে। একটি জিপে করে চালক ও চার সেনা যাওয়ার সময় গাড়িটি গ্রেনেড বিস্ফোরণের কবলে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় চালকসহ এক সেনা। বাকি তিন সেনা সামান্য আহত হয়। হুসাম থাফাস নামে ২৪ বছর বয়সী চালক পাশের একটি গ্রামের অধিবাসী। নিহত ২০ বছর বয়সী অন্য সেনা শ্লোমো রেনডেনাউ মার্কিন বংশোদ্ভূত নাগরিক। গ্রেনেড বিস্ফোরণের কারণ নিয়ে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। ফলে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে তেলআবিব। সিরিয়া সীমান্ত থেকে টহল শেষে ফিরে আসার সময় ইসরাইলি সেনারা বিস্ফোরণের কবলে পড়ে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোলানে দুই ইসরাইলি সেনা নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ